শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলা হয়ে রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই যাত্রীদের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান।

তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102