কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠার পর এক পর্যায়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুধু কেন্দ্রীয় কমিটি বহাল রেখে সারা দেশের সব কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটি বিতর্কে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আজ রোববার রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পদাক হাসান ইনামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।