গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেছেন, আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল এবং তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত।
শুক্রবার (২৫ জুলাই) কুমিল্লার কান্দিরপাড় টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা শুরু থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছি। সরকার তা সীমিতভাবে করেছে, কিন্তু স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে কোনো নিষেধাজ্ঞা দেয়নি।”
নুর গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় প্রশাসনের গোয়েন্দা ব্যর্থতা দায়ী করে বলেন, “এতে পাঁচটি লাশ পড়েছে, যা প্রমাণ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে।” তিনি অভিযোগ করেন, মাইলস্টোন কলেজের ঘটনার পর ঢাকায় স্বৈরাচারপন্থীরা ছাত্রদের উসকে দিয়ে সচিবালয়ের দিকে নিয়ে যায় এবং ভাঙচুর করে। এর মাধ্যমে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে দাবি করেন তিনি।
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নুর বলেন, “যদি সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে সরকার সর্বদলীয় মিটিংয়ের মাধ্যমে সমাধানের পথে হাঁটবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সভাপতি ফয়েজ উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। বক্তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।