শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

বিভিন্ন সীমান্তে ৭ মাসে সাড়ে ৭ কেজি সোনা সহ ৪৩ কোটি টাকার পণ্য আটক করেছে (৪৯ বিজিবি) 

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
যশোরের বিভিন্ন সীমান্ত পথে রাত হলেই সক্রিয় হয়ে ওঠে চোরাকারবারী চক্র। কখনও নদীপথ, কখনও পায়ে চলা মেঠো পথে গোপনে, কখনও রেলপথ, কখনও বা যশোর-কোলকাতা প্রধান মহা সড়ক বৈধপথ দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে অবৈধভাবে যাতায়াত হচ্ছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, স্বর্ণের বার, রুপা, বৈদেশিক মুদ্রা, এমনকি আগ্নেয়াস্ত্র।
রাতারাতি কোটিপতি বনেযেতে যাওয়া পারাপারে সক্রিয় রয়েছে স্থানীয় অনেকগুলো শক্তিশালী সিন্ডিকেট। যাদেরকে প্রতিনিয়ত কঠোর নজরদারির মধ্যে রেখেও তাদের অবৈধ পণ্যসামগ্রীসহ পণ্য পাচারকারি আটক পূর্বক ব্যাপক হুমকির মুখে রেখেছে ( বিজিবি)

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিজিবি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র সাত মাসে যশোর বিভিন্ন সীমান্তে একের পর এক অভিযান চালিয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। এ সময়ে ৪৯ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। যাদের অনেকেই পেশাদার চোরাকারবারী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছে।

বিজিবি তথ্যানুযায়ী গত ৭ মাসে ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪.১২৫ লিটার দেশি মদ, ১৯৭ কেজি গাঁজা, ১৯৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, ১৭ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, ১৬ বোতল বিয়ার, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, ওষুধ, আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যগন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানায়, ভারতের সঙ্গে যশোর ব্যাটালিয়নের ৭০.২৭৪ কিলোমিটার সীমান্তজুড়ে চোরাচালান দমনে দেশের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। তাদের ধারাবাহিক অভিযানে সম্প্রতি নতুন মাইলফলক তৈরি করেছে বাংলদেশ বর্ডার গাড যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102