রামপালে হিরোইন সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী
মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
প্রকাশের সময় :
শনিবার, ১৯ জুলাই, ২০২৫
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুলাই শুক্রবার দিবাগত রাত ৮:২০ মিনিটের সময় থেকে আনুমানিক রাত তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
৪২ ফিল্ড রেজি, আর্টিলারি রামপাল আর্মি ক্যাম্পের প্রাপ্ত সর্ষের তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েস এর নেতৃত্বে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট নামক স্থান থেকে লেনদেন চলাকালীন অবস্থায় হিরোইন সহ আটক করে সেনাবাহিনী। আটককৃতদের কাছে তল্লাশি করে ২২ গ্রাম হিরোইন জব্দ করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে যেয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী সেখান থেকে উদ্ধার হয় নগদ ১,৯৯,৩৩০টাকা(এক লক্ষ নিরানব্বই হাজার তিন শত ত্রিশ টাকা) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, হিরোইন মাপা ওয়েট মেশিন, একটি মোটরসাইকেল, ১০০০ টাকার জাল নোট, ব্যাংক চেক, বাটন মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ৭,১০,০০০(সাত লক্ষ দশ হাজার টাকা) আটককৃতরা হলেন মোঃবায়েজিদ হাসান রাব্বি (২২)পিতা মোঃ আশিকুজ্জামান টমাস, গ্রামঃ আদাঘাট, ইউনিয়নঃগৌরম্ভা, রামপাল, বাগেরহাট, রবিউল ইসলাম রাজু (৩৪)পিতা:মোঃ জিহাদ শেখ, গ্রামঃ আদাঘাট
ইউনিয়নঃ গৌরম্ভা , রামপাল, বাগেরহাট, মোরসালিন শেখ (২৩)পিতা: আবুল কালাম শেখ, গ্রাম :আদাঘাট, ইউনিয়ন: গৌরম্ভা, রামপাল, বাগেরহাট, তাদেরকে আটক করে পরবর্তীতে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পুলিশী আইন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।