জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ দাবি করেছেন, দেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতি আওয়ামী ফ্যাসিস্ট শক্তির সৃষ্টি। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারের চরম ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে।”
গোপালগঞ্জে সহিংসতার প্রসঙ্গে ববি অভিযোগ করেন, “যারা সন্ত্রাস চালাচ্ছে, তারা কীভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়? কাদের ছত্রছায়ায় তারা এমন দাপট দেখাচ্ছে?” তিনি আরও বলেন, এনসিপির অপরিপক্বতার সুযোগ নিয়েই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবসরে যাওয়া সৎ পুলিশ কর্মকর্তাদের কাজে লাগিয়ে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি আগামী রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।