শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

গোপালগঞ্জের হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র কি না : ফারুক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন সবারই একটা ধারণা গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন কোনো ষড়যন্ত্র কি না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাসের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, গতকাল গোপালগঞ্জে যে আক্রমণ ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ড হয়েছে, সে আক্রমণ কী বুঝাতে চেয়েছে আমরা জানি না। এটা কীসের আলামত? যখনই লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তখনই একটি পক্ষ দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা কিন্তু ভেসে আসি নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বুঝে-শুনে কথা বলেন। অতীতে আপনারা বুঝে-শুনে কথা বলেন নাই। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালির ওপর হামলা করে তখন কারা আনন্দ মিছিল করেছে, কারা পাকিস্তানের পক্ষে ছিল, তা সবাই জানে। আপনাদের ইতিহাস জাতি জানে, আপনাদের ইতিহাস জাতির কাছে প্রকাশ করতে চাই না। আপনারা জাতির কাছে ক্ষমা চান।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্য তিনি বলেন, ১১ মাস চলে গেলো একটা নির্বাচন দিতে পারেননি। যখনই নির্বাচনের দিন-তারিখের কথা বলেছেন- তখনই ষড়যন্ত্র শুরু হলো। এখন সবারই একটা ধারণা গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানো নতুন করে ষড়যন্ত্র কি না। কারণ দেশে অনির্বাচিত সরকার থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে না। তাই যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

তিনি বলেন, যে বাংলাদেশে আর আয়নাঘর তৈরি হবে না, থানায় নিয়ে পরিবারের সদস্যদের নির্যাতন করবে না, সাংবাদিকরা স্বাধীনমতো তাদের মত প্রকাশ করতে পারবে, এই বাংলাদেশ নির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা বন্ধ না হলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। এই সরকারকে বলবো আপনারা একটি শান্তিপূর্ণ নির্বাচন দিন যাতে জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে।

জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস সদস্য সচিব জাকির হোসেন, সংগীতশিল্পী ন্যান্সি, যুগ্ন আহ্বায়ক আহসানুল্লাহ জনিসহ অনেকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102