রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

এনসিপির পদযাত্রা বানচালের জন্য ছাত্রলীগের হামলায় পুলিশের গাড়িতে আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আজ পদযাত্রার আয়োজন ছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা থাকায় পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর চালায়।

ওসি আরও বলেন, এই হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

এনসিপি ও ছাত্রলীগের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা ও বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বজায় রাখতে গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102