শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

বিএনপি মুজিববাদের পাহারাদার : নাহিদ ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএনপি বাংলাদেশে মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখতে চাইছে। তারা এখন সন্ত্রাসী, চাঁদাবাজে পরিণত হয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে।’

সোমবার জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে পটুয়াখালীতে পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা যে মাফিয়া-দুর্নীতিবাজ সিস্টেমের বদল ঘটাতে চেয়েছিল, সেই সিস্টেম কখনোই চায় না অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, রাজনৈতিকভাবে টিকে থাকুক। অভ্যুত্থানের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে, যা অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে।’

এদেরকে প্রতিহত করার জন্য জনসাধারণকে আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ‘শত্রু শুধু বাংলাদেশের ভেতরে নয়, বাইরেও রয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমাদের দুর্বল করে রাখার জন্য সকলের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা নিউজ তৈরি করে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সকলের কাছে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। মানুষের সমর্থন নিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।’

এর আগে, পৌর শহরের নিউমার্কেট থেকে পদযাত্রা শুরু করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপি জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি নিউমার্কেট থেকে লঞ্চ ঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী, পৌরসভা হয়ে সার্কিট হাউজের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102