রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

বাগেরহাট সদর উপজেলা খানপুরে ‘শিখা উন্মুক্ত কবরস্থান’ উদ্বোধন

বাকি বিল্লাহ শেখ,শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
বাগেরহাট সদর উপজেলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ‘শিখা কবরস্থান’ উদ্বোধন করা হয়েছে।গত শুক্রবার (১১ জুলাই) আছরের নামাজের পর এই কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান, বিশিষ্ট শিল্পপতি ও
সমাজসেবক নাহিদুজ্জামান রাজু ভট্টকানপুর হাফেজ মো. আলী আহম্মেদ, সাংবাদিক ও সমাজসেবক শেখ মিরানুজ্জামান (মিরন),বাংলাদেশ জামায়াতে ইসলামী খানপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি-বাকি বিল্লাহ শেখ,সাবেক ছাএ নেতা-আল আমিন  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চিন্তা থেকে সর্বসাধারণের জন্য ‘শিখা উন্মুক্ত কবরস্থান’ প্রতিষ্ঠা করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর এলাকায়। শুক্রবার আসরের নামাজের পর এক দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কবরস্থানের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম।
শিল্পপতি ও সমাজসেবক রাজু আহম্মেদ জানান, “মানুষের শেষ ঠিকানাটাও হোক সম্মানজনক ও সবার জন্য উন্মুক্ত-এই ভাবনা থেকেই শিখা কবরস্থানের যাত্রা।তিনি আরও জানান, এই কবরস্থানের পাশে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং এটি মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।
এই কবরস্থান পরিচালনা করবেন ফাইয়াজ স্টেট’ নামক একটি মানবিক সংগঠন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102