রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

রামপালে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করেন কৃষিবিদ শামীম

মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
রামপাল উপজেলা কৃষক দলএর আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির
গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে মৌসুমি আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে রামপালের ভাগা বাজার সংলগ্ন চেয়ারম্যানের মোড় মালিডাঙ্গা বালুর মাঠে গরিব অসহায় ও প্রান্তিক কৃষকদের মাঝে এ ধানের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রিয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এ সময় রামপাল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি শামীমুর রহমান বলেন, কৃষকবান্ধব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন।
জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণার বিভিন্ন পরিকল্পনার মধ্যে এক ধরনের গণভিত্তিক কর্মসূচি লক্ষ করা যায়। তাই কৃষিজমির আল বা বিভাজনও তুলে দেওয়ার কথা জিয়া বলেন। আমাদের জাতীয় অর্থনিতি টিকে আছে বৃষ্টির উপর। তিনি বলেন, আমাদের এই জনপনদে পানিতে লবক্তার কারনে কৃষিতে মারাত্তক ক্ষতি হচ্ছে, আমি এই বিষয় পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়েজনীয় ব্যাবস্থা গ্রহন করবো। এ ছাড়া ও কৃষি কে প্রধান্য
দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানামূখি পরিকল্পনা গ্রহণ করেছেন।
বিএনপির এ নেতা আরো বলেন, মানুষের বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে মেরামতের জন্য কাজ করব। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন।
পরে কৃষকদের হাতে ১০ কেজি করে আমন ধানের উন্নত জাতের বীজ তুলে দেন শামীমুর রহমান। এ সময় কৃষক দল নেতা মোহাম্মদ আলম ,মোঃ হাছান আলী , সৈয়দ কুদরতি-ইলাহী ,মোহাম্মদ মাসুম বিল্লাহ , মোঃ মাজহারুল ইসলাম ইয়ামিন , মোহাম্মদ বখতিয়ার , সহ- বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102