আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ ১১ জুলাই, জুমা বাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী উত্তর থানার উদ্যোগে এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন।
কদমতলী উত্তর থানা আমির জনাব আব্দুর রহিম জীবনের নেতৃত্বে মিছিলটি ছাপড়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে গ্যাস রোড হয়ে শনি আখড়া কাঁচাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও থানা নায়েবে আমির আব্দুল হালিম মিয়াজী, থানা বিএম সেক্রেটারি মাওলানা এস.এম. ওমর ফারুক, ৬০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আশরাফুল ইসলামসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।