রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

আজ থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট নন, তারা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন আজ ১১ জুলাই থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত।

কুমিল্লা শিক্ষা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর ব্যবহার করে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। এর জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নির্ধারিত ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীর রোল নম্বর যদি হয় ১৫০০০০ এবং সে বাংলা বিষয়ের (বিষয় কোড ১০১) পুনঃনিরীক্ষা চাইলে তাকে লিখতে হবে: RSC Com 150000 101 এবং এটি পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি বার্তায় আবেদন বাবদ কাটা পড়া টাকা এবং একটি পিন নম্বর জানিয়ে দেওয়া হবে। ওই পিন নম্বর ব্যবহার করে RSC Yes PIN Contact Number লিখে আবারও 16222 নম্বরে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, একাধিক বিষয়ের জন্য একই মেসেজে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডগুলোর মধ্যে কমা দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন: RSC Com 150000 101, 102, 107, 108। প্রতিটি বিষয়ের প্রতি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দুটি বিষয়ের চারটি পত্রের জন্য আবেদন করতে হলে মোট ৬০০ টাকা পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষে কোনোভাবেই পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না। তাই শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.comillaboard.gov.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে বোর্ডের হেল্পলাইন নম্বরে (০২৩৩৪৪০৬৩২৮)।

পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী ফলাফল নিয়ে যারা সংশয় বা আপত্তি পোষণ করেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই আবেদন প্রক্রিয়া ও সময়সীমা সম্পর্কে সচেতন থাকা জরুরি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102