রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইফউদ্দিন রিয়াজ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ডে রিয়াজকে পেয়ে পুলিশে খবর দেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাত হোসেন সাজ।

পরে পুলিশের একটি টিম এসে রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা রিয়াজকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতা রিয়াজ অবস্থান করছিলেন ভূঁইগড় বাসস্ট্যান্ডের সুন্দরবন রেস্টুরেন্টে। খবর পেয়ে ছাত্রদল নেতা সাজসহ আরো কয়েকজন সেখানে গিয়ে রিয়াজকে পেয়ে যান। তারা ফতুল্লা থানাকে বিষয়টি জানালে পুলিশের একটি টিম এসে রিয়াজকে আটক করে।

ছাত্রদল নেতা সাজ গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কিছুদিন পরপরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। এসব মিছিলের নেপথ্যে রিয়াজের ভূমিকা আছে বলে আমরা খবর পাচ্ছিলাম। রিয়াজ ভূঁইগড়ে এসেছেন, এমন খবর পেয়ে আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি।’

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ভূঁইগড় থেকে ছাত্রলীগ নেতা সাইফউদ্দিন রিয়াজকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। ছাত্রলীগে তার পদবী ছিল কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102