রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে ভারী বর্ষণে মানুষের ভোগান্তি চরমে

শ্যামল কুমার মন্ডল, কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
কালীগঞ্জে ভারী বর্ষণে মানুষের ভোগান্তি চরমে, রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, প্লাবিত হয়েছে বিভিন্ন স্থানের স্কুল-কলেজ।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় গত কয়েকদিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে গ্রাম সহ শহরের বিভিন্ন রাস্তাঘাট। রাস্তার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে পানি। বিশেষ করে কালিগঞ্জ ফুলতলা- কলেজ সংলগ্ন রাস্তা, নলতা মাধ্যমিক বিদ্যালয় এর সামনে থেকে বাজার পর্যন্ত রাস্তা চাচাই ফুটবল মাঠ থেকে কুশুলিয়া ফুটবল মাঠ পর্যন্ত রাস্তার কয়েকটি অংশ পানির নিচে তলিয়ে গিয়েছে।
 জলবদ্ধতায় কঠিন হয়ে পড়েছে স্কুল এবং কলেজগামী ছাত্র-ছাত্রীদের চলাচল। বিশেষ করে ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চত্বর, কেবিএ ক্যাডেটের স্কুল চত্বর, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্লাবিত হয়েছে।
 রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সমস্যাযর সৃষ্টি হচ্ছে বাস,ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে। মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটতে দেখা গেছে।
 পানি অপসারণের সমস্যার কারণেই প্রতিনিয়ত এ ধরনের সমস্যা দেখা দেয় বলে ধারণা এলাকাবাসীর। তাই দ্রুত পানি অপসারণ এর ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102