বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে নয়টার পর থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে করে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। টানা বর্ষণে চট্টগ্রাম নগরজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
নগরীর কর্ণেল হাট, চকবাজার, মেহেদীবাগ, কাপাসগোলা, বড়পোল, আগ্রাবাদ,—এসব এলাকায় হাঁটুপানি জমে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। জলাবদ্ধতার কারণে সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট, ট্রাফিকের গতি হয়েছে ধীর। এতে অফিসগামীদের যেমন সময়মতো কর্মস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে, তেমনি ব্যবসা-বাণিজ্যেও পড়েছে বিরূপ প্রভাব।
এলাকার স্কুলগামী শিক্ষার্থী, অফিসযাত্রী ও দোকানদাররা পড়েছেন চরম দুরবস্থায়।
যানজটে আটকে পড়া একেখান এলাকার যাত্রী সাইফুন নাহার বলেন, ‘বৃষ্টির কারণে কোনো গাড়িই পাচ্ছিলাম না। আধা ঘণ্টার বেশি দাঁড়িয়ে থেকে একটা গাড়িতে উঠতে পেরেছি। কিন্তু শেখ মুজিব রোডজুড়ে হাঁটু পানি জমে আছে, সেই কারণে এখন চৌমুহনীতে যানজটে আটকে আছি।’
চট্টগ্রাম সিটি গেইট থেকে জিইসি সিএনজি চালিত ১১ নং গাড়ীগুলোর জিইসি থেকে যাওয়ার পথে একেখান গিয়ে আর যায়না। যদিও এদের গন্তব্য সিটি গেইট পাক্কার মাথা।একে তো বৃষ্টি তার উপর গাড়ী না পাওয়ার যন্ত্রণা জনজীবন অতিষ্ট করে ফেলেছে।
আবহাওয়াবিদদের তথ্যমতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশের মতো চট্টগ্রামেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরে ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।