চট্টগ্রাম নগরের জামালখান এলাকার ‘ইউরেকা’ নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।