রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিহত, নিখোঁজ ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাদমান রহমান সাবাব (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদমান রহমান সাবাব ঢাকার মিরপুরের পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সী সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের পাঁচ শিক্ষার্থী মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। সকালে তারা হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে দুজন বাঁধের ওপর বসেছিলেন। আর তিনজন বাঁধের নিচে নেমে গোসল করছিলেন। এ সময় সমুদ্রের উঁচু ঢেউয়ের তোড়ে তিনজন ভেসে যান। পরে অন্যান্য পর্যটকরা সাঁতার কেটে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করেন। তবে অরিত্র হাসান ও আসিফ আহমেদ এখনও নিখোঁজ রয়েছেন।

ইমতিয়াজ আহমেদ আরও জানান, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বেশ উত্তাল ছিল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড কর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ইতোমধ্যে সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিক্ষার্থীর সন্ধানে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102