শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

গুলশানে বাড়ি প্রস্তুত, ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরালো আলোচনা। গুলশানে একটি বাড়িতে সংস্কারকাজ চলছে, যা তার আগমনকে ঘিরে প্রস্তুতির অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলের ভেতরের সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্টের শেষদিকে তিনি দেশে ফিরতে পারেন। যদিও এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে দলীয় শীর্ষ পর্যায়ে এ নিয়ে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা।

গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি সম্প্রতি সংস্কারের আওতায় এসেছে। এটি আগে একটি বহুজাতিক কোম্পানির কাছে ভাড়া ছিল। ধারণা করা হচ্ছে, দেশে ফিরলে এই বাড়িতেই তারেক রহমান অবস্থান করবেন।

২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমানো তারেক রহমানের বিরুদ্ধে বর্তমানে দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, “তারেক সাহেব অবশ্যই দেশে ফিরবেন-এটা সময়ের ব্যাপার।” একই ধরনের আশাবাদী বক্তব্য দিয়েছেন দলের অন্যান্য নেতারাও।

বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন মূলত দুটি কৌশলের সঙ্গে সম্পৃক্ত-এক, নির্বাচনের পর বিজয়ের জোয়ারে ‘রাজকীয়’ প্রত্যাবর্তন, অথবা দুই, সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে নির্বাচনের আগেই তাঁর আগমন।

তবে বর্ষাকালের কারণে বড় ধরনের গণ-সংবর্ধনা আয়োজন নিয়ে কিছু logistical চ্যালেঞ্জ থাকলেও, বিএনপি বিকল্প সময়ও বিবেচনায় রেখেছে। বিশেষ করে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে সময়টিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

তবে বাস্তবে তিনি ফিরছেন কিনা, কিংবা কখন ফিরবেন-তা পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কৌশল এবং নিরাপত্তাজনিত বিষয়গুলোর ওপর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102