শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

যশোরের ঝিকরগাছার এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে জসিম নামের এক যুবক। এই এসিডে দগ্ধ হয়  রিপা, তার তৃতীয় শ্রেণী পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম। তাদের মধ্যে ইয়ানুর শরীর বেশি দগ্ধ হয়।
গণমাধ্যম সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পরিবারের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশ দেন। এরপর সন্ধ্যায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ নেতারা যশোর জেনারেল হাসপাতালে এসিড দগ্ধদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেয়।
এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, আমরা হতদরিদ্র মানুষ। ন্যায়বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে আমরা খুবই খুশি।

এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘নির্যাতিত নারী শিশুদের পাশে বিএনপি আছে। তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব দেয়া হয়েছে। এছড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই এসিডে রিপা, তার তৃতীয় শ্রেণী পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরের শরীর বেশি দগ্ধ হয়। গণমাধ্যম সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পরিবারের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশ দেন। সন্ধ্যার সময়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ নেতারা যশোর সদর জেনারেল হাসপাতালে এসিড দগ্ধদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেয়।
এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, আমরা হতদরিদ্র। ন্যায়বিচার পেতে আইন আদালত করতে আমাদের কষ্ট হতো। বিএনপি নেতারা আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতেই আমরা খুবই খুশি হয়েছি।
এসময়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘নির্যাতিত নারী শিশুদের পাশে বিএনপি আছে।
তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেয়া হয়েছে। এছড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে

এদিকে এসিড হামলার ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আহতের বাবা জামাত হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত জসিম কে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102