সীতাকুণ্ডের আওয়ামী লীগ নেতা মনির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) গভীর রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার কাতালগঞ্জের একটি আবাসিক ফ্লাট থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।
মনির উপজেলার সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সুলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সীতাকুণ্ড থানার একটি মামলায় এজহারভুক্ত আসামি। তিনি গত আগস্ট মাসে দায়েরকৃত বিস্ফোরক আইনের একটি মামলার আসামি।