শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

আগস্টে বাংলাদেশে আসতে চাইছে না ভারত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে এ মাসে ভারতের সফরটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ বোর্ড সভা শেষে সফরটা নিয়ে সংশয়ের কথা সরাসরি অস্বীকার করেননি। তিনি দাবি করেছেন, দুই বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

আজ রাতে মিরপুরে বুলবুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে।’ আলোচনা হচ্ছে মানেই আগস্টে ভারতীয় দলের সফরের পাশে আপাতত প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। বুলবুল বললেন, ‘আলোচনা শেষ হয়ে যায়নি। পরের সুবিধাজনক উইন্ডোতে নিশ্চয়ই হবে।’ বিসিবি সভাপতি আশাবাদী, যখনই হোক, সফরটা সফলভাবে হবে। বুলবুল বললেন, ‘তারা খুব পেশাদার ও সহযোগিতাপূর্ণ। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আমাদের যে পর্যায়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী।’

মিরপুর ও চট্টগ্রামে আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ভারতের। জানা গেছে, তিন দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড পরের কোনো উইন্ডোতে ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে। বিসিবি আলোচনা করছে আগামী বছর নিজেদের সুবিধাজনক উইন্ডোতে ভারতীয় দলের সফরটা আয়োজনের। এখন ভারতের সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় বিসিসিআই। শুধু ক্রিকেট নয়, ফুটবল টুর্নামেন্ট খেলতেও জুলাইয়ে বাংলাদেশে আসছে না ভারতীয় মেয়েদের দল।

কাল বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বিপিএল হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে বিসিবির। বিপিএল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটিতে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

প্রতিবছর জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটারদের অর্জন মূল্যায়নের জন্য ‘ক্রিকেটার্স অ্যাওয়ার্ড নাইট’ আয়োজন করবে বিসিবি। নারী দলের জন্য একজন নারী নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যা এই প্রথমবারের মতো হতে যাচ্ছে। খেলোয়াড়দের পেশাদার মানসিকতা ও ব্যবস্থাপনা উন্নয়নে ‘অ্যাথলেটস ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভারতের বেঙ্গালুরেতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের আদলে পূর্বাচলে হাই পারফরম্যান্স সেন্টার তৈরি করবে বিসিবি। এটি পূর্বাচলের মাস্টারপ্ল্যানের সঙ্গে সমন্বয় করে নির্মাণ করা হবে। ক্রিকেটারদের জন্য কোচিং এডুকেশন সিস্টেম চালু করবে বিসিবি, যাতে ঘরোয়া ও জাতীয় পর্যায়ে আরও দক্ষ কোচ তৈরি হয়।

কাল সভায় অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে বিসিবি তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে। তিনি আম্পায়ারদের বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামে বিশেষজ্ঞ এডুকেটর হিসেবে যুক্ত থাকবেন। আগামী কয়েক বছরে ১০–১৫ জন দক্ষ আম্পায়ার তৈরি করাই মূল লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102