সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহমুদুল্লা নবী নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গতকাল রোববার রাতে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুর্গাকুল কবরস্থান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদুল্লা নবী উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার মৃত মাওলানা জালাল উদ্দীনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জায়গায় নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে নানা রকম অপকর্ম করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২টায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে মাহমুদুউল্লা নবীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।