রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

মেজর পরিচয় দিয়ে বেড়ানো প্রতারক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহমুদুল্লা নবী নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গতকাল রোববার রাতে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুর্গাকুল কবরস্থান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল্লা নবী উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার মৃত মাওলানা জালাল উদ্দীনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জায়গায় নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে নানা রকম অপকর্ম করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২টায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে মাহমুদুউল্লা নবীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102