শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না : সারজিস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা, এনসিপি নেতা বললেন– সব অভিযোগ ফেলা যায় না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি আন্দোলনের কাউন্সিল এবং কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, উমামার সব অভিযোগ একেবারে ফেলে দেওয়ার মতো নয়, আবার সব গ্রহণও করা যায় না। শনিবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময়ে যেসব নারী নেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, উমামা ফাতেমা তাদের অন্যতম।

তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রত্যাশা অনুযায়ী সব কিছু হয়নি। প্রথমবার এমন পরিস্থিতি সামলাতে গিয়ে অনেকে নিজের অজান্তে এমন কিছু করেছেন যা অন্যদের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। সারজিস আলম জানান, উমামা ফাতেমার অভিযোগগুলো নিয়ে তিনি ব্যক্তিগতভাবে কথা বলবেন। তিনি বলেন, ‘‘আমারও জানা উচিত, তার কোন জায়গায় সীমাবদ্ধতা মনে হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা কিভাবে একসঙ্গে কাজ করতে পারি, সেটা খুঁজে বের করতে হবে।’’

উমামার অভিযোগের প্রেক্ষাপটে সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102