জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১ জুলাই থেকে সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে। রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, এই পদযাত্রা “জুলাই গণঅভ্যুত্থান”-এর বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি ৩০ জুলাই পর্যন্ত চলবে। কর্মসূচির সূচনা হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে, পরে দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় এসে শেষ হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা জাতির নৈতিক দায়িত্ব। পাশাপাশি ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিগুলো সামাজিক ন্যায় ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে উল্লেখ করেছে এনসিপি।