শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

সোনার দাম ভরিপ্রতি কমল ২৬২৪ টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার (২৯ জুন) থেকে কার্যকর হবে।

শনিবার (২৮ জুন) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ২৫ জুনও এক দফা সোনার দাম কমানো হয়েছিল। চলতি জুন মাসেই দুইবার ও গত মে মাসে দুবার সোনার দাম বাড়ানো হয়। তবে এখন দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, তেজাবি সোনার বাজারমূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সোনার দাম (ভরিপ্রতি), ২২ ক্যারেট: ১,৭০,২৩৬ টাকা (কমেছে ২,৬২৪ টাকা), ২১ ক্যারেট: ১,৬২,৫০৩ টাকা (কমেছে ২,৪৯৬ টাকা), ১৮ ক্যারেট: ১,৩৯,২৯১ টাকা (কমেছে ২,১৩৫ টাকা), সনাতন পদ্ধতি: ১,১৫,১৭০ টাকা (কমেছে ১,৮৩২ টাকা), এর আগে ২৫ জুন ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,৭২,৮৬০ টাকা।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান রুপার দাম: ২২ ক্যারেট: ২,৮১১ টাকা, ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা।

সোনার দামে এই পরিবর্তনের ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102