গাজীপুরের টঙ্গীতে খেলতে গিয়ে বিলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে গোদারাঘাট নতুন মসজিদের পেছনের একটি বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—ওয়ার্ল্ড ভিশনের রেজিস্টারভুক্ত শিশু আবু রায়হান (১২) ও ওসমান গনি।
স্থানীয়রা জানান, ফুটবল খেলতে গিয়ে পানিতে বল পড়লে তা তুলতে গিয়ে প্রথমে রায়হান এবং পরে তাকে বাঁচাতে গিয়ে ওসমান গনি ডুবে যায়। দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।