আমতলী প্রতিনিধিঃ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আমতলী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মো ঃ বেলাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক ফরহাদ (রেজা) কর্তৃক স্বাক্ষরিত ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান কে সভাপতি ও মোঃ সাকিল কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আমতলী উপজেলা শাখার নব গঠিত কমিটির সভাপতি মোঃ পারভেজ খান বলেন, আমরা আপোষহীন ভাবে কাজ করে যাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমরা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর মাধ্যমে একনিষ্টভাবে কাজ করে যাবো। এজন্য দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।
এএসবিডি/আরএইচএস