শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ১ নং চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা বনবিটে নিলামকৃত গাছ কাটতে গিয়ে এক গাছ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শ্রমিক ঝাড়বিশলা গ্রামের পরান মন্ডল এর পুত্র মোতাহারুল ইসলাম (৩৫) বলে জানা যায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শিরা জানায়-উক্ত বন বিটের গাছ সরকারি ভাবে নিলামে বিক্রয় করা হয়েছে। নিলাম প্রাপ্তি ঠিকাদারগণ শ্রমিক দিয়ে কয়েকদিন ধরে বনের গাছ কর্তন করছে। এরই অংশ হিসেবে শ্রমিক মোতাহারুল ঠিকাদার আসাদ মিয়ার পক্ষে আরও কয়েক জন শ্রমিক সহ গাছ কর্তনে যোগ দেয়।
এরই এক পর্যায়ে কর্তনকৃত একটি বড় ইউক্যালিপ্ট্যাস গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই উক্ত শ্রমিকের মৃত্যু ঘটে। নিহতের পরিবারকে স্থানীয় চেয়ারম্যান এর সহায়তায় ঠিকাদারের পক্ষে সমবেদনা ও আর্থিক অনুদানের আশ্বাসে লাশ দাফন করা হয়।
এএসবিডি/আরএইচএস