খুলনা সদর থানার সাবেক এসআই সুকান্ত দাশকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি যৌথ দল। এর আগে এক স্থানীয় ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়া হলে ছাত্র ও তরুণ সমাজ ক্ষোভ প্রকাশ করে।
বুধবার থেকে শুরু হওয়া ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচি দ্বিতীয় দিনেও চলমান রয়েছে। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নেয় এবং সাংবিধানিক ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ জানায়।
পুলিশ কমিশনার জানান, একটি নির্দিষ্ট মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রক্রিয়াগতভাবে আদালতে পাঠানো হচ্ছে।
আন্দোলনরত সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ হওয়ায় তারা পরবর্তী পদক্ষেপ আলোচনার মাধ্যমে ঠিক করবে।