রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

যশোর পাঁচটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
যশোর ঝুমঝুমপুর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২৫ জুন) ভোর ৪টা ৩০মিঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তির নাম ময়নাল মোল্লা (৩৫)। তিনি ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণেবার গুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়।

বিশেষভাবে তৈরি করা জুতার সোলের ভেতরে অত্যন্ত চতুরভাবে পাঁচটি স্বর্ণের বার লুকিয়ে রাখা হয়।

আটককৃত স্বর্ণের ওজন ৫৮৫.৫৪ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়েছে, যার মূল্য ৩০ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৮৭ লাখ ৭ হাজার ৭০২ টাকা।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণের বারগুলো সে গাবতলী থেকে সংগ্রহ করে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করতে যাচ্ছিল।

আটক ময়নাল মোল্লা ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার বাসিন্দা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান, মাদক, স্বর্ণ, রুপি, ডলার এবং অবৈধ মালামাল আটক করতে বিশেষ গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি তারই একটি সফল অংশ।

তিনি জানান, সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আটককৃত আসামিকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102