শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়ে জামায়াতের ‘আলহামদুলিল্লাহ’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ায় ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করলেন দলটির শীর্ষনেতারা। আজ মঙ্গলবার (২৪ জুন) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘আপনারা শুনুন, আল্লাহ তায়ালার খাস রহমতে আদালতের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক আজকে অফিশিয়ালি প্রজ্ঞাপন জারি করেছে। যার করুনায়, যার দয়ায় আজকে যে আমরা প্রতীকসহ নিবন্ধন পেয়েছি সেই মহান রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’

এ সময় জামায়াতের এই নেতা বলেন, ‘কীভাবে গণতান্ত্রিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ওপর নির্যাতন চালানো হয়। এই নিয়ে আর পেছনে ফিরে যেতে চাই না। সেই দিকে আর ফিরতে চাই না। ২০০৮ সালে নির্বাচন কমিশন দলটিকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে সংস্থাটি। এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দলটির প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করে ইসি।

ইসি প্রজ্ঞাপনে বলা হয়, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102