বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের ক্রিকেটারদের রাজনীতিতে জড়িয়ে পড়া নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। ‘অন অ্যান্ড অব দ্য ফিল্ড’ অনুষ্ঠানে বুলবুল বলেন, “জাতীয় দলের চুক্তিভুক্ত খেলোয়াড়দের রাজনীতিতে যাওয়া অনৈতিক। তারা পুরো জাতির প্রতিনিধি। রাজনীতি করতে হলে খেলা ছেড়ে তবেই করা উচিত।”
তিনি বলেন, “তিন মাস আগেও ভাবিনি আমি এই পদে আসব। এটা এক ধরনের পরীক্ষা। আমি উত্তীর্ণ হতে চাই।”
সাকিব আল হাসানের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “কেউ চিরকাল খেলে না। রোহিত-কোহলিও বিদায় নিয়েছে। তবে সাকিব খেলতে চাইলে তাকে ক্রিকেট-উপযোগী থাকতে হবে। আমরা ক্রিকেট নিয়েই কাজ করব, বাইরের বিষয়ে নয়।”
বুলবুলের বক্তব্যে বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা, খেলোয়াড়দের আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখার বার্তা স্পষ্ট।