হারুনুর রশিদ (হারুন) বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ৯ম শ্রেণীর স্কুল ছাত্র নাজমুল হাসান মিরুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১২ই নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল বাজারে মেইন রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃফিরোজ হোসেন, মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব হাবিল, মহিলা ইউপি সদস্যা মুক্তা বেগম, খাদাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,
এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন ৯ম শ্রেণীর স্কুল ছাত্র নাজমুল হাসান মিরুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার সহ তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
গত শুক্রবার বিকেলে নিহত স্কুল ছাত্র নাজমুলকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়, এর পর নিখোঁজ হয় নাজমুল। শনিবার সকালে নাজমুলের পরিবারের কাছে মোবাইল ফোন ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা।
মুক্তিপণের টাকা না পেয়ে স্কুল ছাত্র নাজমুলকে অপহরনকারীরা হত্যাকরে তার লাশ বস্তাবন্দি করে আক্কেলপুর উপজেলার রেললাইনের ধারে ডোবায় ফেলে রেখে চলে যায়।
নিখোঁজ এর ৫দিন পর গত ১১ই নভেম্বর বুধবার বস্তাবন্দি অবস্থায় রেললাইন এর পাশে ডোবা থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাজমুলের হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল বদলগাছীর রাজ পথ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন মোঃ সাইফুল ইসলাম, আতিকুর রহমান, রাজ্জাক, শফিকুল ইসলাম, ইসরাত জাহান খান, রাজু আহম্মেদ,সহ মিঠাপুর ইউনিয়নের নানান পেশার মানুষ।