শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

চীনের ক্ষমতাশীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। আজ রোববার (২২ জুন) রাত সোয়া ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা  শুরু করবে এ প্রতিনিধি দল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবি উল্লাহ ও অধ্যাপক সুকমল বড়ুয়া, বিএনপিনেতা জহির উদ্দিন স্বপন, বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

ঢাকায় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102