মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকায় ইটভর্তি ট্রাকের পেছনের ডালা খুলে গিয়ে সিরাজ মিয়া (৫০) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে আকিজ গ্রুপের ওয়ারহাউজ সংলগ্ন একটি ইটের স্টকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈতরা এলাকার কফিলউদ্দিন পালুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ট্রাক হেলপারের কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকিজের ওয়ারহাউজের পাশে সানোয়ার হোসেনের ইটের স্টক থেকে ট্রাকে ইট বোঝাই করা হচ্ছিল। কাজ শেষে ট্রাকের পেছনের ডালা বন্ধ করার সময় চালক ট্রাকটি সামান্য সামনে এগিয়ে আবার পেছনে আনেন। ওই সময় হঠাৎ ডালাটি খুলে পড়ে এবং সেটি সরাসরি সিরাজ মিয়ার মাথায় আঘাত হানে। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মানিক মিয়া জানান, সিরাজ মিয়ার একমাত্র ছেলে বর্তমানে কলেজে পড়াশোনা করছে এবং মেয়ে বিবাহিত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় শ্রমিকরা।
নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এদিকে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে।