গল টেস্টে ব্যাটে-বলে উত্তেজনার পর শেষ পর্যন্ত ড্র হলেও বাংলাদেশি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম গড়েছেন এক নতুন রেকর্ড। পুরো ম্যাচে চার উইকেট নিয়ে আইসিসির স্বীকৃত ক্রিকেটে নিজের উইকেটসংখ্যা নিয়ে গেছেন ৭৭৫-এ। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন দেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজাকে।
আইসিসির স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২৪৮টি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক (১১৪৫)।
গল টেস্ট শুরুর আগে ৭৭৩ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে ছিলেন মাশরাফি। এই ম্যাচে ৪ উইকেট নিয়ে তাঁকে পেছনে ফেলেই তৃতীয় স্থানে উঠেছেন তাইজুল।
দ্বিতীয় ইনিংসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটে ৭২ রান করে ড্র মেনে নেয় শ্রীলঙ্কা।
টেস্টের প্রথম ইনিংসে ব্যাটে ঝলক দেখিয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে দল তুলেছিল ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কা তোলে ৪৮৫ রান। প্রথম ইনিংসে ১০ রানের ছোট লিড পায় বাংলাদেশ। লঙ্কানদের রানে আটকে দেওয়ার মূল কারিগর ছিলেন তরুণ অফস্পিনার নাঈম হাসান নেন ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আবারও ভালো ব্যাটিং করে, ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। লঙ্কানরা চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৭২ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল।
উল্লেখ্য, ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ দল। গল টেস্ট ছিল সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোয়।