দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর নেই।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ।
দেশে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে সাতজনের।
চলতি বছরে প্রথম ৫ জুন করোনায় একজনের মৃত্যুর খবর জানা যায়। এরপর ১৩ জুন দুজন, ১৫ জুন একজন, ১৬ জুন একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের। আর এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জন।