শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

এনবিআর অফিস খোলা আগামী দুই শনিবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নতুন অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় সাপ্তাহিক ছুটির দিন শনিবারও নিজেদের সব দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। গতকাল বুধবার এক নোটিশে জানানো হয়েছে, আগামী ২১ ও ২৮ জুন এনবিআর ও এর অধীনস্থ কাস্টমস, ভ্যাট, আয়কর ও রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর খোলা থাকবে।

 

এনবিআরের এক কর্মকর্তা বলেন, সংস্থাটি ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি বিভাগ করার যে অধ্যাদেশ জারি হয়েছিল তা বাতিলের দাবিতে দীর্ঘ আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সেই ক্ষতি পোষাতে এখন সাপ্তাহিক ছুটির দিনে দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাস (জুলাই-এপ্রিল) শেষে রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা। তবে আগের বছরের তুলনায় এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭৩২ কোটি টাকা। আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৫৬ কোটি টাকা।

গত ২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। একইদিনে নতুন অর্থবছরের জন্য কাস্টমস, ভ্যাট ও আয়করের আইনে পরিবর্তন এনে অর্থ অধ্যাদেশ জারি করা হয়।

এই আইনে কোনো অসঙ্গতি থাকলে বা অংশীজনদের কোনো দাবি থাকলে তা আমলে নিয়ে ২২ জুন নতুন অধ্যাদেশ জারির ঘোষণা দিয়েছে অন্তর্র্বর্তী সরকার। এ নিয়েও ব্যস্ত সময় যাচ্ছে এনবিআর কর্মকর্তাদের। তবে বাজেটের কার্যক্রমের সঙ্গে এনবিআরের অন্যান্য দপ্তরের সরাসরি সম্পৃক্ততা নেই। আইনে পরিবর্তন এলে তা বাস্তবায়ন করতে হবে কাস্টমস, ভ্যাট ও আয়করের অন্যান্য দপ্তরগুলোকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102