বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. আফতাব আহম্মেদ, এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ইউওয়াইডিও জাহাঙ্গীর হোসেন, ইউসিও শরিফুল ইসলাস, এআরডিও এস, এম হাবিবুর রহমান, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান , দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম সুমন, মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মল্লিক জিয়াউল হক জিয়া প্রমুখ। কর্মশালায় মেরিন ফিশারিজ এর কার্যক্রম সম্পার্কে বিস্তারিত তুলে ধরেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, মৎস্য চাষি ও এ সেক্টরের সাথে যারা নিয়োজিত আছেন, তারা সরকারের অনুদানে অনেকাংশে উপকৃত হয়েছেন। এছাড়াও আপনারা দেশের প্রাণীজ আমিষের চাহিদা পুরনে সক্রিয় ভূমিকায় থাকবেন। এতে আপনারা সাবলম্বীর পাশাপাশি আমাদের মৎস্য সম্পাদ বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি
আরো বলেন আমাদের এই দক্ষিণ অঞ্চল মৎস্য নির্ভর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এখানে আপনারা যারা মৎস্যজীবী ও জেলে রয়েছেন আপনাদের সকলের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম আপনারা বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সহায়তা করছেন আপনারা সঠিক উপায় সঠিক সময়ে মৎস্য চাষ ও মৎস্য আহরণ করবেন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। পরে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।