দিনাজপুরের ফুলবাড়ীতে মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আলাদিপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুরের সাজু ইসলাম (৩২) এবং জয়রামপুর মহারাজগঞ্জের আব্দুল মোতালেব (৩৩)। তাঁরা ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরগামী একটি মিনি ট্রাকের সঙ্গে কাহারোল থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা ফুলবাড়ী থানার এসআই ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে থানার ওসি খন্দকার একেএম মহিব্বুলের বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।