শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

নগরভবনে ‘মেয়র’ ইশরাক হোসেনের সভা, সমর্থকদের অবস্থান কর্মসূচি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেন আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা করেন। সভার ব্যানারে তার নামের আগে লেখা ছিল “মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন”।

সভায় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা বিষয়ক আলোচনা হয়। এসময় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

গতকাল ইশরাক ঘোষণা দিয়েছিলেন, সরকার যদি তাকে মেয়র হিসেবে শপথ নিতে না দেয়, তবে নিজেই দায়িত্ব পালন শুরু করবেন। সেই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম পরিচালিত হয়।

সকালে নগর ভবনের সামনে তার সমর্থকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বেলা ১১টার দিকে নগর ভবনে উপস্থিত হন ইশরাক।

তিনি বলেন, “জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে, তবে প্রধান ফটকে তালা থাকবে।”

দুপুর ১টার দিকে তিনি নতুন কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, সরকারের অনীহা সত্ত্বেও ইশরাকের এমন কার্যক্রম ঢাকার স্থানীয় রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102