“শপথ চাই, শপথ চাই”— মেয়র পদে দায়িত্ব চেয়ে ডিএসসিসি নগর ভবনে ফের অবস্থানে ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে ঈদের ছুটির পর আবারো নগর ভবনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার অনুসারীরা। রোববার (১৫ জুন) সকাল থেকে ডিএসসিসির কর্মচারী ও ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকপন্থীরা নগর ভবনে জড়ো হন। পরে বেলা ১১টায় ইশরাক সেখানে উপস্থিত হয়ে বলেন, “সমস্যার দ্রুত নিষ্পত্তি না হলে অচলাবস্থা চলতেই থাকবে।”
তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন এবং সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে। হাইকোর্ট রিট খারিজ করলেও এখনও তার শপথ কার্যকর হয়নি।
২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে মামলা করেছিলেন ইশরাক। আদালতের রায়ে গত মার্চে তাকে বিজয়ী ঘোষণা করা হয় এবং ২৭ এপ্রিল ইসি গেজেট প্রকাশ করে। কিন্তু সরকারিভাবে শপথ অনুষ্ঠানে বিলম্ব করায় ফের আন্দোলনে নেমেছে ইশরাকের অনুসারীরা। স্লোগানে মুখর নগর ভবনে ফের অচলাবস্থা।