২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে এক ছাদের নিচে জড়ো হয়েছেন ৪১ দেশের ১১৭ জন রেফারি, সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এবারের বিশ্বকাপে তাদের কাঁধে খেলা পরিচালনার পাশাপাশি নতুন নিয়ম বাস্তবায়নের দায়িত্বও দেওয়া হয়েছে।
সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো— গোলরক্ষকদের জন্য ৮ সেকেন্ডের সময়সীমা। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ২০২৪ সালের মার্চে ল’ ১২.২ তে সংশোধন এনে এই নিয়ম প্রবর্তন করে। নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষক বল হাতে নেওয়ার পর ৮ সেকেন্ডের মধ্যে তা মাঠে ছেড়ে না দিলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।
নিয়মটি ২০২৫ ক্লাব বিশ্বকাপ এবং ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। রেফারিরা মাঠেই সময় গণনা করবেন এবং শেষ ৫ সেকেন্ডের মধ্যে হাত তুলে ইঙ্গিত দেবেন। তবে যদি কোনো ফরোয়ার্ড খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে গোলরক্ষককে বাধা দেন, তাহলে ফাউল হিসেবে উল্টো পরোক্ষ ফ্রি কিক দেওয়া হবে।
ফিফার রেফারি প্রধান পিয়ারলুইজি কোলিনা জানান, অনেক লিগে গোলরক্ষকরা ২০-২৫ সেকেন্ড পর্যন্ত বল ধরে রাখেন, যা ম্যাচের গতি নষ্ট করে। এবার নিয়মটি কঠোরভাবে প্রয়োগ হবে।
বিশ্লেষকরা বলছেন, নিয়মটি খেলার গতি বাড়াবে, সিদ্ধান্ত গ্রহণে তৎপরতা আনবে এবং সময় নষ্ট কমাবে—ফুটবল হবে আরও রোমাঞ্চকর ও উপভোগ্য।