লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বাংলাদেশে স্বস্তি ফিরিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত এক আলোচনাসভায় তিনি বলেন, “জাতির প্রয়োজনে এই বৈঠক প্রত্যাশিত ছিল। এটি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পূর্ণতা আসবে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন।”
তিনি অভিযোগ করেন, “গণতন্ত্রবিরোধী নির্বাচনে শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশ ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে।”
আলোচনায় আরও উপস্থিত ছিলেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন দলের নেতারা।