শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃঅভিনব কায়দায় গ্যাসের সিলিন্ডারের ভিতর থেকে পাঁচ কেজি শুকনা গাঁজা ও ৫ জন মাদক ব্যবসায়ীকে একটি প্রাইভেট কার হতে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর তাজহাট মেট্রোপলিটন থানা এলাকায় আটক হয় ।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এর নির্দেশনায় তাজহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ভারপ্রাপ্ত,অফিসার ইনচার্জ) রবিউল ইসলামের এর নের্তৃত্বে, এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মাদক বিরোধী অভিযানে আসামীগণকে আটক করা হয়েছে।
এঘটনায় গাইবান্ধা জেলার সদর থানার বৌলারপাড়া তুলশিঘাট এলাকার মৃত আশরাফুল আলমের পুত্র সবুজ আকন্দ (২৬), একই জেলার নয়আনি সাদেকপুর গ্রামের মন্টু মিয়ার পুত্র সুমন মিয়া (৩৫), ঐ গ্রামের আনিছুর রহমানের পুত্র হাসান আকন্দ (২২), মুরারিপুর রওশনবাগ গ্রামের আঃ বারি শেখ এর পুত্র মশিউর রহমান (২৫), সাতানি সাদেকপুর গ্রামের আঃ রহমানের পুত্র মোস্তাফিজুর রহমান (৩৮) আটক করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ ) শহীদুল্লাহ্ কাওছার, পিপিএম।