স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে আসে। একপর্যায়ে টাওরা গ্রামের মোড়ে তিনটি মোটরসাইকেলযোগে পাঁচ তরুণ রাকিবুল ও তার বান্ধবীকে উত্ত্যক্ত করে। সেই সময় একজন পথচারী সেনাসদস্যদের সাহায্য চাইলে দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছায়।
এবং সেখান থেকে গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের কিবরিয়া পারভেজের ছেলে নাঈম হোসেন (২১), অলিয়ার রহমানের ছেলে মেহেদী মোড়ল (২০), শেখ ফিরোজ হাসানের ছেলে শাওন হোসেন (২৫), কলিমুদ্দিনের ছেলে মেহেদী হাসান আশিক (২২) ও বোধখানা গ্রামের এস এম সাঈদের ছেলে ওয়ালিদকে (২০) আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
সেনাসদস্যরা ঝিকরগাছা থানায় খবর দেয়। ঝিকরগাছা থানার পুলিশ পাঁচজন তরুণকে একটি চাইনিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে যায়। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। তাদের আদালতে হাজির করা হবে বলে জানান।