মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

একদিনে যমুনা সেতুতে ২ কোটি ১৩ লাখ টাকার টোল আদায়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ঈদুল আজহার লম্বা ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। একইসঙ্গে সড়কে বেড়েছে যানবাহন।

বুধবার (১১ জুন) যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩১ হাজার ৯৯৮টি যানবাহন। একদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, বুধবার পূর্বমুখী ১৩ হাজার ২৮৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৯৮ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে পশ্চিমমুখী ১৮ হাজার ৭১২টি যানবাহন থেকে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা আদায় হয়েছে।

তিনি আরও জানান, যানবাহনের চাপ বাড়লেও সেতুর পশ্চিম পাড়ে এখনো যানজটের কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঢাকামুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, আগামী ১৫ জুন, রোববার থেকে দেশের অফিস আদালত খুলে যাবে। তাই উত্তরবঙ্গের মানুষের চাপ বাড়বে সিরাজগঞ্জ মহাসড়কে। আমরা আশা করছি, চাপ বাড়লেও যানজট হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102