বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানের উদ্যোগে সুধী সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পেশাজীবিদের সাথে পৌরশহরে পাহারাদার নিয়োগ সংক্রান্ত ও ব্যাবসায়িক আলোচনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাত ৮ঘটিকায় পৌরসভায় নুরজাহান ক্লাবে আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মো. আমান উল্লাহ তালুকদার খেলাফত মজলিজ সভাপতি ম অধ্যাপক আব্দুল মান্নান , গাজী মো. রফিকুল ইসলাম , আওয়ামীলীগ নেতা গাজী মোঃ কামাল, হারুন অর রশিদ হাওলাদার, কামাল আকন, তারিকুল ইসলাম জুয়েল, মাহবুবুর রহমান হিমু গাজী, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান, সম্পাদক মো. হুময়ুন কবির পোশাক ব্যবসায়ী সভাপতি নুরুজ্জামান প্রিন্স, ষ্ট্রীল ব্যবসায়ী গাজী বাইজিদ, স্বর্ন ব্যবসায়ী সমিতির সভাপতি পরিতোষ কর্মকার , আ.লীগ নেতা ধীরাজ কুমার বিশ্বাস প্রমূখসহ অনান্য ব্যবসায়ীরা।
পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, সমগ্র পৌরসভাকে সিসি ক্যামেরার আওতা ভুক্ত করা হবে। সম্প্রতি পৌর শহরে ঘটে যাওয়া চুরি বন্ধে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত পাহারাদারের ব্যবস্থা করা হবে। অচল রোড লাইনের বাতিগুলো সচল করে পৌরসভার নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, জলাবদ্ধ ও পানি নিষ্কাষনের জন্য সকল এলাকায় পুরোপুরি ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।