মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জমায়েতে ইসলামির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাসুদ আলম,রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌর শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন ২০২৫, রবিবার সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কমপ্লেক্সে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয় ।

 

পৌর আমীর মো: আনারুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মাওঃ শওকত আলীর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১ (গোদাগাড়ী – তানোর) সংসদীয় আসনের জামায়াতের নমিনি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
রাজশাহী জেলা জামায়াতের আমীর, অধ্যাপক আব্দুল খালেক , বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি, অধ্যাপক কামরুজ্জামান,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলার সভাপতি, ডঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোদাগাড়ী সদর আদর্শ থানা শাখার সভাপতি নাজমুস সাকিব নূর। অন্যান্যের মধ্যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ২০২৪ এর ৫ আগষ্টের পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারলেও এদেশে আল্লাহর দেয়া বিধান এখনও চালু হয়নি। তাই আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি। শোষণমুক্ত, দূর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে নির্বাচিত করার জন্য জনশক্তিকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বরেন্দ্র শিল্পীগোষ্ঠী পরিবেশিত সংগীত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102